ইউক্রেনের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা
- By Jamini Roy --
- 21 November, 2024
ইউক্রেন প্রথমবারের মতো যুক্তরাজ্যের তৈরি স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হেনেছে। বুধবার (২০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, "যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের নেয়া পদক্ষেপ তাদের সক্ষমতার প্রতিফলন।"
এর আগে যুক্তরাষ্ট্রের তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটাকমস) ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপর স্টর্ম শ্যাডোর ব্যবহার ইউক্রেনের সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। কয়েকদিন আগেই বাইডেন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, যা রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধে বড় ভূমিকা রাখছে।
রাশিয়া সম্প্রতি ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলার হুমকি দিয়ে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেনের কর্মকর্তারা জনগণকে এই হামলার হুমকি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার এই কার্যকলাপ তাদের দুর্বলতা প্রকাশ করছে।
রুশ বিমান হামলার হুমকির কারণে যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে। এতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অ্যান্টিপারসনেল ল্যান্ডমাইন সরবরাহে সম্মতি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি ও রাশিয়ার বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউক্রেনের এই হামলা ও পশ্চিমা দেশগুলোর সহযোগিতা বিশ্বজুড়ে নতুন আলোচনা তৈরি করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন আরও জটিল পরিণতির দিকে এগোচ্ছে।